চট্টগ্রামের বোয়ালখালীতে বিয়ের বরযাত্রীবাহী টুকটুকি টেম্পো উল্টে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের সৈয়দপুর মল্লাপাড়া মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বরযাত্রী সেজে দুপুরের খাবার শেষে বাড়ি ফেরার পথে টুকটুকি টেম্পোটি উল্টে যায়।
এতে বোয়ালখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদন্ডী এলাকার টইন্নের বাড়ির আবদুল মালেকের ছেলে মো. রাসেল (২৬) গুরুতর আহত হন। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে সরাসরি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহতের বড় ভাই মো. সোহেল জানান, টেম্পো উল্টে পড়ায় রাসেলের একটি পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক এবং প্রয়োজনে একটি পা কেটে ফেলতে হতে পারে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার বিষয়েও আলোচনা চলছে।
বরযাত্রী মো. লোকমান জানান, সৈয়দপুর এলাকায় টুকটুকির চালক ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়। এতে রাসেল গুরুতর আহত হন। অন্য বরযাত্রীরা সামান্য আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্সচালক সোহাগ জানান, রাসেলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সরাসরি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।