নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (তারিখ) দুপুরে এ সভায় আগামী ৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩টায় পূর্ব কালুরঘাট চত্বরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব মোস্তাক আহমদ খান। প্রধান বক্তা ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব ইউসুফ চৌধুরী।
এসময় মোস্তাক আহমদ খান বলেন, বিএনপি গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী দল। প্রতিষ্ঠাবার্ষিকীর এ সময়ে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে জনগণের অধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হব। দেশের প্রতিটি আন্দোলনে বিএনপি অগ্রণী ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও রাখবে।
এছাড়া বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ এম কামাল উদ্দিন, পৌর বিএনপির সাবেক সিনিয়র সদস্য রফিকুল ইসলাম, সৈয়দ মোজাম্মেল হক, ইলিয়াস চৌধুরী, হারুনুর রশিদ চৌধুরী, জানে আলম, দুলা মিয়া মেম্বার, আবুল মনসুর, মো. ফয়সাল, উপজেলা বিএনপির মফিজুর রহমান, দিদার আলম, মুহাম্মদ ইউনুস, পৌর যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবদল নেতা মো. হাসান সোলায়মান, পৌর শ্রমিক দলের সাবেক আহ্বায়ক মো. হারুন, সাবেক সদস্য সচিব সাইফুল রেজা, উপজেলা ছাত্রদল নেতা আরাফাত চৌধুরী প্রমুখ।
Leave a Reply