নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী :
চট্টগ্রামের বোয়ালখালীতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আরাফাত (২৫) নামের এক রাজমিস্ত্রী মারা গেছেন। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার একটি বাড়িতে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আরাফাত বোয়ালখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল এলাকার আব্দুস সোবহান টেন্ডলের বাড়ির মো. আয়ুব খানের ছেলে।
স্থানীয়রা জানান, আরাফাত পেশায় রাজমিস্ত্রীর কাজ করতেন। মঙ্গলবার একটি গৃহস্থ বাড়িতে কাজ করার সময় হঠাৎ বৈদ্যুতিক তারে জড়িয়ে যান তিনি। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক বিকেল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, রাজমিস্ত্রী কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে এক যবুক। পরে চমেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।