নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী :
চট্টগ্রামের বোয়ালখালীতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতের শিকার হয়েছেন দিদারুল আলম (৩৬) নামের এক মুদি ব্যবসায়ী। শনিবার (৫ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার শাকপুরা এলাকায় জাকের আলী কমিউনিটি ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
আহত দিদারুল আলম উপজেলার শাকপুরা ৩ নম্বর ওয়ার্ডের শেখ আহমদ চেয়ারম্যান বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে। তিনি মিলিটারি পুল এলাকায় ‘শাহ আজমির স্টোর’ নামে একটি মুদির দোকানের মালিক।
আহতের ছোট ভাই মাহাবুল আলম জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দিদারুল আলমকে ক্লিনিকের সামনে দুই-তিনজন দুর্বৃত্ত আটকায়। তারা তার কাছে থাকা জিনিসপত্র দিতে বললে তিনি অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে তারা ছুরিকাঘাত করে তার সর্বস্ব ছিনিয়ে নেয়।
পরে তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তনুজা দে বলেন, ‘রাতে আহত অবস্থায় দিদারুল আলমকে হাসপাতালে আনা হয়। তার পায়ে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেকে রেফার করা হয়েছে।’