মোঃ কায়সার (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ বলেছেন- শ্রীকৃষ্ণের জীবনাদর্শ অনুস্বরণের মধ্য দিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব। তাই সকলে নীতি ও নৈতিকতায় স্ব স্ব ধর্মের মহাপুরুষদের জীবনাদর্শ অনুস্বরণে ব্রত হবে। তিনি ৪ নভেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশের আদি রাসস্থলী বোয়ালখালী উপজেলার শাকপুরায় ৫দিন ব্যাপী ঐতিহ্যবাহী রাস মহোৎসব ও মহামেলা উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে উল্লেখিত কথাগুলো বলেন। এ উপলক্ষে অনুষ্ঠিত এক ধর্মসভা শ্রীমৎ স্বরূপানন্দ ব্রহ্মচারী মহারাজের পৌরহিত্যে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা, প্রধান বক্তা ছিলেন- হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি দীপক পালিত, অতিথি ছিলেন- হিন্দু নেতা অধ্যাপক নারায়ন চৌধুরী, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি অধীর বড়ুয়া, রাউজান বাদশা মাবিয়া কলেজের প্রভাষক প্রদীপ দে,চাকসুর সদস্য পূর্ণিমা রাধে। বান্দরবান সদর নির্বাচন অফিসার শিমুল শর্মার সাবলিল উপস্থাপনায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন- স্থানীয় ইউপি মেম্বার অনুপ দাশ, রাস উদযাপন কমিটির সাবেক সাধারন সম্পাদক সজল কান্তি চৌধুরী, বাবলা চৌধুরী, মানজিৎ চৌধুরী, বিশ্বজিৎ চৌধুরী আকাশ, রাসবিহারী ধাম পরিচালনা কমিটির সভাপতি তপন চৌধুরী বাবু, বিশ্বজিৎ চৌধুরী বিশু, রাস উদযাপন কমিটি'২৫ এর কার্যকরী সভাপতি দুলাল দে, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক দীপেন চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক বিশুরাম বসু সাটু, সুমন দত্ত, শেখর চৌধুরী, পংকজ চৌধুরী, কোষাধ্যক্ষ- সান্টু বোস,মিশু চৌধুরী । সভাশেষে এক মনোজ্ঞ ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে হাজারো শিশু, নারী-পুরুষের উপচে পড়া ভীড় পরিলক্ষিত হয়।
উল্লেখ্য শাকপুরা রাস মহোৎসব ও মহামেলা উপলক্ষে গত ৩ নভেম্বর থেকে ৭ নভেম্বর ধর্মীয় বিভিন্ন কর্মসূচিতে এ উৎসব অনুষ্ঠিত হবে এবং প্রসাদ বিতরণ করা হবে।