বোয়ালখালী প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালীতে ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মুসলেহ উদ্দিন আরমান (২৫) নামের এক ব্যাটারি চালিত অটোরিকশা চালক। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে পৌর সদরের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী রোহাই পাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, নিহত আরমান ভোলা জেলার মফিজুল হকের ছেলে।তবে তার পরিবার প্রায় ৩০ বছর ধরে বোয়ালখালীতে ভাড়া বাসায় বসবাস করছে। তিন বছর আগে আরমান আনোয়ারা উপজেলার পিংকি আক্তারকে বিয়ে করেন। তাদের সংসারে ফারহান নামে দেড় বছর বয়সী এক ছেলে রয়েছে।
নিহতের বড় বোন নাছিমা আক্তার বলেন, ‘শনিবার রাতে আমরা সবাই একসঙ্গে খাওয়াদাওয়া করি। রাত ১টার দিকে আরমান তার স্ত্রীকে বলে পাশের কক্ষে নামাজ পড়তে যায়। এরপর অনেকক্ষণ পরও সে ফিরে না আসায় তার স্ত্রী গিয়ে দেখে, সে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে।’
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘রাতেই পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ঘরের সিলিংয়ের বাঁশের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে আরমান। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’