বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদরাসায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে পীরানে পীর, মাহবুবে ছোবহানী, গাউছে ছামাদানী, গাউসুল আজম দস্তগীর হযরত আবদুল কাদের জিলানী (রহ.)-এর ফাতেহা-এ ইয়াজদাহুম উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম এবং সঞ্চালনা করেন উপাধ্যক্ষ মাওলানা সোহাইল উদ্দিন আনসারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এসএম মোদ্দাচ্ছের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. শাহাবুদ্দিন, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু ও মো. আবু নাঈম।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা আয়ুব, মাওলানা হাবীবুর রহমান, শিক্ষক শওকত ওসমান, নুরুল আবছার, প্রভাষক নুরুদ্দীন, আহমদ নুর প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বড়পীর হযরত আবদুল কাদের জিলানী (রহ.)-এর জীবনাদর্শ বিষয়ে বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও দোয়া মোনাজাত করা হয়।