বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে পঁচা মাংস বিক্রির অপরাধে এক মাংস বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম আব্দুল্লাহ আল আমিন। আদালতকে সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও থানা পুলিশের একটি টিম। দন্ডপ্রাপ্ত মাংস বিক্রেতার নাম জাকারিয়া (২৪)।
আদালত সূত্রে জানা যায়, গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর বাজারে জাকারিয়া একটি অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করছিলো। মাংস থেকে একটি উটকো পচা গন্ধ চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা তাকে আটক করে।খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন ঘটনা স্থলে পৌঁছে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে জরিমানা অনাদায়ে কারাদণ্ড প্রদান করেন। এসময় অবিক্রীত গরুর মাংস মাটিতে পুতে ধ্বংস করা হয়। পশু জবাই ও মাংসের মান আইন নিয়ন্ত্রণ-২০১১ ও বিধিমালা ২০২১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করেন। তবে, স্থানীয়রা এ ধরনের অপরাধ সংগঠনের দায় আরও বেশি জরিমানা ও দণ্ড দিয়ে দৃষ্টান্ত স্থাপনের পক্ষে অভিমত ব্যক্ত করেন। এসময় বাজারটিতে আগত ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন বলেন, অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অপরাধ স্বীকার করায় বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাংসগুলো মাটিতে পুতে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।