মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার
গত ১০ জুলাই ২০২৫ তারিখ, ব্রাইট বাংলাদেশ ফোরামের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হলো অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠান, যেখানে স্পন্সর মেয়ে শিশুর পরিবার, জলবায়ু বিপদাপন্ন নারী এবং যুবদের সবুজ উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে গড়ে তুলতে করতে ২১ জন নারী ও যুবনারীকে ১০ হাজার টাকা করে মোট ২ লক্ষ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে চেক বিতরণ করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া, প্রোগ্রাম ম্যানেজার সোহাইল উদ-দোজা, লোকাল রাইটস প্রোগ্রামের ম্যানেজার রিদুয়ানুল হাকীম রিয়াদ এবং একশনএইড বাংলাদেশের ইন্সপিরেটর নিধী চাকমা।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন রিদুয়ানুল হাকীম রিয়াদ। তিনি বলেন, “আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ২১ জন নারীকে সাবলম্বী দেখতে চাই। প্রত্যেকে যদি নিজের ব্যবসায় সফল হয়, তবে সেটিই আমাদের প্রকৃত সফলতা।”
এরপর একশনএইড বাংলাদেশের ইন্সপিরেটর নিধী চাকমা বলেন, “এখনই সময় যুব সংগঠন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের এগিয়ে আসার। এই ছোট ছোট উদ্যোগগুলো একসময় বড় ব্যবসায়ে রূপ নেবে।
প্রোগ্রাম ম্যানেজার সোহাইল উদ্দৌজা বলেন, “স্পন্সরশিপপ্রাপ্ত পরিবারগুলোর শিশুরা যেন শিক্ষা থেকে ঝরে না পড়ে, সেই লক্ষ্যেই আমরা তাদের পরিবারকে আয় বৃদ্ধির সুযোগ করে দিচ্ছি। আশা করি এই উদ্যোগ তারা বিফলে যেতে দেবেন না
সমাপনী বক্তব্যে প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া বলেন, “স্পন্সরশিপ শিশুর পরিবারের পাশাপাশি জলবায়ু ঝুঁকিতে থাকা পরিবার ও যুব নারী উদ্যোক্তাদের জন্য আমরা এই ফান্ড দিচ্ছি। এটি ফেরতযোগ্য নয়, তবে আমরা চাই এই অর্থের মাধ্যমে আপনারা স্বাবলম্বী হোন, পরিবার ও শিশুদের ভবিষ্যতের জন্য সঠিক বিনিয়োগ করুন।
অনুষ্ঠানের সার্বিক সমন্বয় ও সহযোগিতায় ছিলেন ব্রাইট বাংলাদেশ ফোরামের স্পন্সরশিপ অফিসার বিষু চক্রবর্তী এবং প্রজেক্ট অফিসার পিকুল দাশ জয়।