মোহাম্মদ আলবিন আনোয়ারা প্রতিনিধি
দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবনের সঙ্গে লড়ছেন চট্টগ্রাম কলেজের ভূগোল বিষয়ের মেধাবী শিক্ষার্থী, বর্তমানে
সীতাকুণ্ডে লতিফপুর আলহাজ্ব আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক আবদুর রহিম খান (৩১)। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।তার চিকিৎসার জন্য প্রায় ১০ লক্ষ টাকা প্রয়োজন।উন্নত চিকিৎসা দেয়া হলে আব্দুল রহিম সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু রোগীর পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।
ব্লাড ক্যান্সারের আক্রান্ত আবদুর রহিম খান (৩১) চট্টগ্রামে আনোয়ারা উপজেলা চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামের আব্দুল রহিম মাস্টারের বাড়ীর মোঃ শামসুল ইসলাম খানের পুত্র।
তিনি কালারপোল হাজী ওমরা মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়,খাসখামা বালিকা উচ্চ বিদ্যালয়,চরলক্ষ্যা ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
ক্যান্সার আক্রান্ত শিক্ষক আবদুর রহিম খান জানান, আমি ভয়াবহ মরণব্যাধির ক্যান্সার থেকে মুক্তির চাই।আমার আর্থিক অবস্থা ভাল না। চিকিৎসার পেছনে ইতোমধ্যে পরিবারটির সহায়-সম্বল ফুরিয়ে গেছে। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে।সুচিকিৎসার জন্য সরকার এবং সব শ্রেণির হৃদয়বান মানুষদের নিকট জরুরিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আকুল আবেদন জানাচ্ছি।
সাহায্য পাঠানোর ঠিকানা-
নাম- আব্দুল রহিম খান
বিকাশ নাম্বার – ০১৮২৪৭৮০৪০৪ (পার্সেনাল)।
নগদ – ০১৮২৪৭৮০৪০৪ (পার্সেনাল)।
ব্যাংক একাউন্ট নাম্বার –
জনতা ব্যাংক, ফিরিঙ্গি বাজার শাখা,চট্টগ্রাম।
আবদুর রহিম খান
অ্যাকাউন্ট নম্বর- 0100122837682
রাউটিং নম্বর – 807
Leave a Reply