মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার
ভারী বর্ষণে ফেনী জেলার মুহুরি ও সেলোনিয়া নদীর পানি সমতল বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে ওই জেলার নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের আজ বুধবার সকাল ৮টার বন্যা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ওই নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে ও ফেনী জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল, অর্থাৎ অপরিবর্তিত থাকতে পারে।
আজ বুধবার বেলা ১১টার দিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে আগামী ৪৮ ঘণ্টা পরে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ফেনীতে ৩৯৯ মিলিমিটার বৃষ্টি হয় বলে আবহাওয়া বিভাগ জানিয়েছে।