প্রেস বিজ্ঞপ্তিঃ
ভোলা, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ – সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা প্রসারের লক্ষ্যে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কর্তৃকসভোলায় "দুই টাকায় স্কুল" প্রকল্পের শাখা ৩ উদ্বোধন করা হয়।
বুধবার সকালে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ সোহেল শেখ এবং শেখ মোঃ শহিদুল ইসলাম সহ অন্যান্য অতিথিবৃন্দ উক্ত স্কুল উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, এই স্কুলে মাত্র দুই টাকার বিনিময়ে দরিদ্র শিশুদের মানসম্মত প্রাথমিক শিক্ষা প্রদান করা হবে। শিক্ষার্থীদের বই, খাতা ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ বিনামূল্যে দেওয়া হবে।
এই সময় ফাউন্ডেশনের প্রধান নির্বাহী প্রধান মোহাম্মদ আলী বলেন, “আমাদের লক্ষ্য হলো, কোনো শিশু যেন কেবল আর্থিক অসচ্ছলতার কারণে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। এই প্রকল্পের মাধ্যমে আমরা দরিদ্র ও পথশিশুদের শিক্ষার আওতায় আনতে চাই।”
স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি দরিদ্র পরিবারগুলোর জন্য আশার আলো হয়ে উঠবে। এ ধরনের স্কুলের সংখ্যা আরও বাড়ানোর আহ্বান জানান তারা।
উল্লেখ্য যে,এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে সফলভাবে "দুই টাকায় স্কুল" পরিচালনা করছে। ভোলায় নতুন এই শাখার উদ্বোধনের মাধ্যমে আরও শিশু শিক্ষা লাভের সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মোঃ নাইম মেহেদী, মোঃ মিলন,মোঃ ফিরোজ, সদস্য রাহেনা আক্রান্ত, জান্নাত মিম, মোঃ লিমন ইসলাম, শারমিন আক্তার প্রমুখ।