মনু মিয়ার কবর খনন
শায়ের মুহাম্মদ আকতার উদ্দীন
কবরের মাটি নরম করে,
নীরব সাধক ডাকেন মোরে।
নিরবে কাজ, কোনো চাহিদা নয়,
ঘুম পাড়ানো জীবনেই শান্তি খোঁজে যাঁর হৃদয়।
ঘোড়ার পিঠে পাড়ি জমায়,
গাঁ থেকে গাঁ, জ্যোৎস্নায় বা ছায়ায়।
পারিশ্রমিক নয় তাঁর কোনো দরকার,
মানবসেবা – তাতেই জীবনের সার।
৩০৫৭ কবর, ৬৭ বছরের ছায়া,
প্রতিটি ঘামে ফুটেছে নিঃস্বার্থ মায়া।
ভাতের লোভে নাহি দাগ পড়ে,
টাকার মোহেও মনু মিয়া মরে না ভেতরে।
আজ তিনি ক্লান্ত, রোগে জর্জর,
তবুও বলেন, “ফিরব আবার, যদি ডাকে অন্তর।”
ঘোড়াটা নেই, আছে শুধু আশা,
আল্লাহ যা করেন, তাতেই তাঁর ভরসা।
মনু মিয়ার মতো মানুষ কি আর আছে?
তাদের গল্প থাকুক হৃদয়ের পাশে।
চলো সম্মান দিই, মন খুলে ভালোবাসি,
মানবতার বীজে গড়ে উঠুক শান্তির বাসি।