বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রাম বোয়ালখালীতে মন্দির ফটকের তালা ভেঙে ব্যাটারি চালিত একটি অটোরিকশা নিয়ে গেছে চোরের দল।
মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের পূর্ব খিতাপচর গ্রামে এ ঘটনা ঘটেছে।
রিকশার মালিক নিখিল গুপ্ত বলেন, “ঘরে জায়গা না থাকায় পূর্ব খিতাপচর সৎসঙ্গ কেন্দ্র মন্দিরের সীমানা প্রাচীরের ভেতরে প্রতিদিনের মতো রিকশাটি রেখেছিলাম। মঙ্গলবার রাত ১টা থেকে ২টার মধ্যে দুর্বৃত্তরা মন্দিরের প্রধান ফটকের তালা ভেঙে রিকশাটি নিয়ে গেছে। এই রিকশা চালিয়ে প্রতিদিন ৬০০ থেকে ৭০০ টাকা আয় করতাম।”
নিখিলের এক ছেলে ও এক মেয়ে। ছেলে চতুর্থ শ্রেণিতে ও মেয়ে সপ্তম শ্রেণিতে পড়ে। এই রিকশা চালিয়েই তার ছেলেমেয়েদের পড়াশোনা এবং সংসার চলতো। গত বছর দেড় লাখ টাকা দিয়ে রিকশাটি কিনেছিলেন তিনি। এবিষয়ে থানা অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, লিখিত অভিযোগ দিলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply