আনোয়ার হোসেন
বাঘাইছড়ি প্রতিনিধি—
মহান বিজয় দিবস উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে চৌমুহনী দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে বিএনপির নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের শেষ সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ নিজাম উদ্দিন (বাবু)।
এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলমের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্লাহ খাঁজা।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা ও বিজয় আমাদের অহংকার। দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় বিএনপি সবসময় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে বলেও তারা মন্তব্য করেন।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।