পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ও বিশ্বঅলি শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) মহান ২৬ আশ্বিন ৩৭ তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাইজভান্ডরী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি দক্ষিণ ধর্মপুর শাখার ব্যবস্হাপনায় পবিত্র তাওয়াল্লাদে গাউসিয়া শরীফ ও মিলাদ মাহফিল ১০ অক্টোবর (শুক্রবার) বাদে মাগরিব দক্ষিণ ধর্ম পুর শাহী জামে মসজিদে খতিব আল্লামা ইদ্রিস আনসারী সাহেবের সভাপতিত্বে ও শাখার সভাপতি মওলানা সৈয়দ জিয়াউদ্দীনের উপস্থাপনায় অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধন হিসেবে বক্তব্য রাখেন মওলানা শহিদুল্লাহ কাদেরী। প্রধান অতিথি ছিলেন গাউছিয়া জিলানী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব এ কে এম বখতিয়ার।
প্রধান বক্তা হিসেবে তাকরির করেন আল্লামা কাজী কুতুব উদ্দিন রজভী। মাহফিলে বক্তারা বলেন, আজ মানুষের অন্তর দয়া মায়া নেই বললেই চলে, হত্যা অরাজকতা বেহায়াপনা ও পার্থিব সুখ-স্বাচ্ছন্দ্যে ও ক্ষমতার জন্যে নিজ ধর্ম সাংস্কৃতি পদধূলিত করে বিজাতীয় সাংস্কৃতি গ্রহণ করে ইসলামের বারটা বাজিয়ে সমাজে সাদু ধার্মিক সেজে মুসলমানদের ধোঁকা দিচ্ছে। অথচ মহান আউলিয়াদের সংস্পর্শে কোটি কোটি মানুষের মধ্যে ধর্মীয় অনুশাসনে মানবিক গুণাবলি অর্জিত হয়েছে, হচ্ছেও।
বক্তারা আরো বলেন, ইসলামের সঠিক ইতিহাস সংস্কৃতি ও ত্বরিকত মেনে চললেই মানুষ কখনো গোমরাহি হবে না।
উপস্থিত ছিলেন পেশ ইমাম মওলানা আবদুল মন্নান আনসারী, আলহাজ্ব মওলানা শফিউল আজম', মওলানা শহিদুল আজম, হাসান ইকবাল ,ব্যাংকার জাহেদ আসিফ, প্রবাসী জাহেদুল আলম মাসুদ' সাব্বির সাধারণ সম্পাদক জয়নাল, সাংগঠনিক সম্পাদক সাকিব, সহ কমিটির সকল সদস্যগন। পরে মিলাদ কিয়াম দোয়া মোনাজাতের পর বিপুল সংখ্যক উপস্থিত আশেক ভক্ত মাঝে তাবরুক বিতরন করা হয়। হক কমিটির পক্ষ থেকে মসজিদ পরিস্কার পরিচ্ছন্নতা ও এলাকায় মরহুম মুরব্বিদের ইছালে সওয়ার উপলক্ষে কবর জিয়ারত করা হয়।