নিজস্ব প্রতিবেদক :
আনজুমানে বেতাগীয়া মুহাম্মদীয়া দরবার শরীফের উদ্যোগে কচুখাইন হযরত কেবলা হযরত মাওলানা মুহাম্মদ ছাহেব (রহ.)-এর ৪৮ তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল, মুরিদান ও ভক্তবৃন্দের ৫৩তম মহান ভ্রাতৃ সম্মেলন উপলক্ষে ফাতেহা শরীফ আগামী ৮ মার্চ ২০২৫ (শনিবার) বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইস্থ মুহাম্মদীয়া দরবার শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
এতে কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র খতমে কোরআন,খতমে খাজেগান, ত্বরিকতের আলোচনা, ইফতার মাহফিল, আখেরী মোনাজাত ও সাহরী পরিবেশন। উক্ত মাহফিলে হুজুর কেবলার সন্তান শাহজাদা মোহাম্মদ হোসাইন শাহ সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সবিনয় আহবান জানিয়েছেন।