বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন চট্টগ্রামের আলেম ওলামাদের একজন অভিভাবক এর বিদায় যিনি হাজারো হাফেজ গড়ার কারিগর।
মোজাম্মেল হক চৌধুরী আরো বলেন খুব সহজে সামাল দিয়ে আলেম ওলামাদের মূল শক্তিকে প্রকাশ্যে আনার একজন বীর কমান্ডার। চট্টগ্রাম তালীমুল কুরআন কমপ্লেক্স ও আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ মুহাম্মদ তৈয়ব সাহেব ইন্তেকাল করেছেন । (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) হুজুরের সাথে কথা বলে কেউ মুগ্ধ না হয়ে পারতো না। এত অল্পদিনে হুজুর চলে যাবে, আমরা এখনও বিশ্বাস করতে পারছি না। তিনি গত কয়েক মাস যাবত আমাকে তার মাদ্রাসায় সামাজিক অনুষ্ঠানে যোগদানের জন্য নানাভাবে দাওয়াত করেছিলেন। সময়ের জন্য আমি অনুষ্ঠান গুলোতে অংশনিতে পারিনি। সর্বশেষ গত কয়েক সপ্তাহে ফোনে কথা বলার জন্য অস্হির ছিলেন কিন্তু সুযোগ হয়নি। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন আমিন।
Leave a Reply