নয়ন হাসান আবিদঃ
গাজীপুরে একটি মসজিদের খতিব সাবেক সেনানেতা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে পটিয়ায় ৩০ এপ্রিল বুধবার সন্ধ্যা ৭টায় পটিয়া আদালত মসজিদ চত্বর প্রতীকী লাশ ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়।
ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা পটিয়া উপজেলার আয়োজনে প্রতীকী লাশ ও বিক্ষোভ মিছিলটি পটিয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পটিয়া মডেল মসজিদ সংলগ্ন মহাসড়ক ১ঘন্টা ২০ মিনিট অবরুদ্ধ করে রাখে বিক্ষোভকারীরা।
প্রতীকী লাশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট,চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব আলী হোসাইন, ইসলামী ফ্রন্ট নেতা মাষ্টার আলী খাঁন, জয়নুল আবেদীন, বেলাল উদ্দীন আলমদার,আকতার হোসাইন, মাওলানা কুতুব উদ্দীন, যুবনেতা জামাল উদ্দীন রব্বানী, যুবনেতা নিজামুল করিম সুজন, গোলাম সরোয়ার, সাইফুদ্দীন, মহিউদ্দীন, জোবাইরুল হক, মুহিবুল্লাহ্, দেলোয়ার, ছাত্রনেতা আবু হানিফ, সাজ্জাদ হোসেন, তাজিব সরোয়ার, আরিফ হোসেন সবুজ, মোজাম্মেল, জয়নাল সহ আরো প্রমুখ।
প্রতীকী লাশ ও বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন সাবেক সেনানেতা মৌলনা রইস উদ্দিন একজন ছাত্রসেনা কর্মী ছিলেন।আপনাদেরও কি লাশের প্রয়োজন আছে! আমরা লাশ দিতে প্রস্তুত আছি। তারপরও এ বাংলার জমিন থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগান বন্ধ করতে দেব না! তরুন সুন্নি আলেমেদ্বীন ও সাবেক বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার নেতা মাওলানা মোঃ রইস উদ্দিনকে ‘হত্যা' করার কারণ জানিয়ে বক্তারা বলেন, ২৬ এপ্রিল গাজীপুর থেকে অসংখ্য লোকজন নিয়ে ঢাকার সমাবেশে এসেছিলেন মাওঃ রইস উদ্দিন, এটাই তাঁর অপরাধ। তাঁর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনা কারা ঘটিয়েছে তা আমাদের কাছে ‘স্পষ্ট।গাজীপুরে মব সৃষ্টি করে তরুণ আলেমে দ্বীন ও সংগঠক মাওলানা রইস উদ্দিনকে নির্যাতন ও বিনা চিকিৎসায় কারা হেফাজতে মৃত্যুর সুষ্ঠু, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান নেতৃবৃন্দ।