২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে মাতৃছায়া আইডিয়াল স্কুলে নামক চট্টগ্রাম নগরীর একটি বিদ্যালয়ে “শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ায় বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি, অস্বাভাবিক বৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ বেড়েই চলেছে। এসব সংকট মোকাবিলায় শিশু-কিশোরদের সচেতন করা অত্যন্ত জরুরি। ছোটবেলা থেকেই তাদেরকে প্রকৃতি রক্ষা, বৃক্ষরোপণ, পানি ও বিদ্যুৎ সাশ্রয়, প্লাস্টিক বর্জ্য এড়ানো এবং পরিচ্ছন্নতা রক্ষার শিক্ষা দিতে হবে।
তিনি আরও বলেন, পরিবেশবান্ধব জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে না পারলে শিক্ষার্থীরা ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হতে পারবে না। এজন্য বিদ্যালয় পর্যায়ে পরিবেশ শিক্ষা ও বাস্তবভিত্তিক কার্যক্রম যেমন—প্রতিবছর বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, পুনর্ব্যবহারযোগ্য উপকরণের ব্যবহার ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম চালু করার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের প্রতি ভালোবাসা সৃষ্টি না হলে ভবিষ্যৎ প্রজন্ম ভয়াবহ বিপদের মুখে পড়বে। তাই শিক্ষক, অভিভাবক ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সহ কারি শিক্ষক পারভীন বেগম, মোঃ রিয়াজ উদ্দিন,ফাতিমা আক্তার ও তন্নী আক্তার সহ-বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।