মোঃ বজলুর রহমান, কক্সবাজার, ( ঈদগাঁও)
কক্সবাজার জেলা, ঈদগাঁও উপজেলা সর্ববৃহৎ বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারের প্রাণ কেন্দ্রে অবস্থিত "ঈদগাঁও মডেল হাসপাতালে" র মানবিক ডাক্তার, ডাক্তার ইউছুপ আলী।
যার মানবিক ব্যবহারের মধ্যে সত্যিকারের ভালোবাসা ও সততায় মুগ্ধ হতে হয়। তিনি উদার মানবদরদি সামাজিক মানুষ ডা. ইউছুপ আলী । তিনি যেমন উদার মনের অধিকারী , তেমনি তার হাসপাতলটি যে কোন অসহায় মানুষের জন্য উন্মুক্ত ।
তিনি যেন পূর্ণিমার পূর্ণ জোছনার আলোর মতো চিকিৎসা সেবায় আলো ছড়িয়ে দিচ্ছেন পুরো ঈদগাঁও উপজেলা সহ পার্শ্ববর্তী এলাকায় ।
একজন চিকিৎসক মানুষকে সেবা করার যত বেশি সুযোগ পান, অন্য পেশাজীবীরা তা পাননা। তিনি একজন মানবিক ডাক্তার হিসেবে সবার কাছে সুপরিচিত।
একজন চিকিৎসকের অন্যতম দায়িত্ব হচ্ছে রোগীকে সম্মান করা। কোনোরূপ তুচ্ছতাচ্ছিল্য না করা। বন্ধুসুলভ আচরণ করা।, অঙ্গীকারবদ্ধ, দেশপ্রেমিক, দায়িত্বশীল ও দয়ালু হতে হয়। সব কিছু যেন তার মধ্যে বিদ্যমান।
এমনই একজন সদালাপী, মানবিক চিকিৎসক ডা. ইউছুপ আলী। তাঁর আন্তরিকতা আর আলাপনেই রোগী অনেকটা নির্ভরতা খুঁজে পান। সুস্থ হয়ে ওঠার মনোবল ফিরে পান। তিনি রোগীকে আপন করে নিতে পারেন। শুধু রোগী নয়, মানুষকে আপন করে নেওয়ার অন্যতম গুন রয়েছে তাঁর, যা সবাইকে মুগ্ধ করে।
বড় বিথী,কোরকপাতা,আলিকদমের রেং ছিং ম্রো মাথার ইন্জুরী এবং একশিরা রোগ নিয়ে দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন, তার কোন টাকা পয়সা না থাকাই অসুস্থতা নিয়ে বাড়িতে কাতরাচ্ছিলেন , মানবিক ডাক্তার, ডাক্তার ইউসুফ আলী খবর পেয়ে তাঁর হাসপাতালে নিয়ে আসেন,দীর্ঘ ২৩ দিন ঈদগাহ মডেল হাসপাতালে ডাক্তার ইউসুফ আলীর তত্ত্বাবধানে চিকিৎসা শেষ করেন , সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে বাড়িতে চলে যায় ।
তাঁর দীর্ঘদিনের চিকিৎসায় অপারেশন, ওষুধ এবং হাসপাতালে যাবতীয় খরচ সহ ৫৩ হাজার ১ শত ২০ টাকা মওকুফ করে দেন ডাক্তার ইউসুফ আলী। ৩ তারিখ ৫ মাস ২০২৫ ইংরেজি তারিখে সম্পূর্ণ সুস্থ হয়ে রোগী বাড়ি ফিরে যান। রোগী এবং রোগীর স্বজনেরা হাসপাতাল এবং ডাক্তার ইউসুফ আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।