
মোঃ শহিদুল ইসলাম,
বিশেষ সংবাদদাতাঃ
১৬ ডিসেম্বর:মহান বিজয় দিবস উপলক্ষে মানবিক ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ। চট্টগ্রাম নগরীর বন্দর, ইপিজেড ও পতেঙ্গা থানা কমিটির উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প–২০২৫-এ সকাল থেকেই বিপুলসংখ্যক রোগীর উপস্থিতিতে কর্মচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে ক্যাম্প প্রাঙ্গণ।
ক্যাম্পে অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ হোমিওপ্যাথিক চিকিৎসকদের সরাসরি পরামর্শ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। শ্রমজীবী মানুষ, নিম্নআয়ের পরিবার, নারী-শিশু ও প্রবীণ নাগরিকরা এ সেবায় বিশেষভাবে উপকৃত হন। পাশাপাশি রোগ প্রতিরোধ, জীবনযাপন ও ওষুধ ব্যবহারে সচেতনতামূলক পরামর্শও দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত
হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ বন্দর–ইপিজেড–পতেঙ্গা থানা কমিটির সভাপতি ডা. এস এম এমরান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র সহ-সভাপতি ডা.আবদুল বারি। উপস্থিত ছিলেন সহ-সভাপতি ডা. এম আবদুল সুমন, সাধারণ সম্পাদক ডা. আহসান হাবীব এবং সহ-সাধারণ সম্পাদক ডা. মোঃ শামসুজ্জামান।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন—ডা. মোহাম্মদ কাউসার, ডা. এম এ গোফরান, ডা. মাঈনুল হক, ডা. হুমায়ন, ডা. কামরুল, ডা. জাহাঙ্গীর, ডা. গফুর মহিউদ্দিন, ডা. ইব্রাহিম, ডা. বেলায়েত, ডা. সাত্তার, ডা. জাবেদ, ডা. আলী বাহাদুর, ডা. জুয়েল ইসলাম, ডা. জামাল শেখ, ডা. আশীকউজ্জামান, ডা. ইব্রাহিম উল্লাহ, ডা. সাইফুল্লাহ ও ডা. রেজিয়া বেগম।
আয়োজকরা জানান, মহান বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প ভবিষ্যতেও নিয়মিত ও ধারাবাহিকভাবে আয়োজন করা হবে। বক্তারা বলেন, জনস্বাস্থ্য উন্নয়নে চিকিৎসক সমাজের সম্মিলিত উদ্যোগই পারে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে।
Leave a Reply