বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে ধারাবাহিক বিতরণের ১৬ তম বর্ষে সুবিধা বঞ্চিত, অসহায়, ছিন্নমূল ও এতিমদের মাঝে ভালোবাসার উপহার হিসেবে শীতবস্ত্র কম্বল ও কয়েকজনকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (পিবিআই) চট্টগ্রাম জেলা আবু জাফর মোঃ ওমর ফারুক। কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব লায়ন মতিউর রহমান সৌরভ।
বিভাগীয় কমিটির কার্যকরী সভাপতি আলহাজ্ব লায়ন মোঃ আলমগীর এর সভাপতিতে এতে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এস এম সাহাব উদ্দিন, আলহাজ্ব মোঃ আবুল কাশেম, সহ-সভাপতি ও বিতরণ কমিটির চেয়ারম্যান লায়ন শামসুজ্জামান সুমন, সহ-সভাপতি মোঃ নুরুন্নবী মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ জয়নাল আবেদীন,যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোখলেছার রহমান, নুর নবী রাজু ও লায়ন হাবিবুল্লা চৌধুরী স্বপন, সাংগঠনিক সম্পাদক লায়ন মীর হোসেন মাসুম, অর্থ সম্পাদক মোঃ আব্দুল কাদের, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন, আপ্যায়ন সম্পাদক জাকির হোসেন টিটু।
এই মানবিক কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মোঃ নুরুন্নবী মিয়া।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত (রেজি: নং - এস ১০০৬৮) জাতীয় মানবাধিকার সংস্থা বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের শীতবস্ত্র বিতরণ ২০২৫ এর ৩দিন ব্যাপী কর্মসূচিতে ইপিজেড ও বায়েজিদ থানা এলাকা সহ সমাপনী দিবসে ৩১ ডিসেম্বর নগরীর ডবলমরিং থানা এলাকায় সংস্থার নেতৃবৃন্দদের নিজস্ব অর্থায়নে মোট তিন শতাধিক সুবিধা বঞ্চিত,দুস্থ ও এতিমদের মাঝে কম্বল ও আর্থিক অনুদান প্রদান করা হয়।