তোষাদ রায়হান:
আজ মা দিবস। পৃথিবীর সব মা’দের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা জানাবার দিন। যদিও মাকে ভালোবাসার জন্য একটি নির্দিষ্ট দিনের প্রয়োজন হয় না, তবু এই বিশেষ দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয়—মায়ের অবদান কতটা গভীর।
মা শব্দটি ছোট হলেও এর গভীরতা মহাসাগরের মতো বিশাল। মা মানে নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ, স্নেহ, মমতা, সাহস ও আশ্রয়। মা মানেই এক শিকড়, যার থেকে জীবনের সব কিছুর শুরু।
পরিবারের মূল স্তম্ভ বলা হয় বাবাকে, কিন্তু এর প্রাণশক্তি ও অনুভবের কেন্দ্রবিন্দু হচ্ছেন মা। তিনিই পরিবারের সবচেয়ে নিরলস কর্মী, যিনি দিনের শুরু থেকে শেষ পর্যন্ত পরিবারের সবার চাহিদা পূরণে নিজেকে বিলিয়ে দেন। মা নিজের স্বপ্নগুলো সযত্নে তুলে রেখে সন্তানদের স্বপ্ন পূরণে ব্যস্ত থাকেন। সংসারের প্রতিটি কোণ তাঁর স্পর্শে হয়ে ওঠে আলোয় ভরা, উষ্ণতায় পূর্ণ।
একজন মা শুধু রান্না বা ঘরের কাজ করেন না—তিনি শিশুদের প্রথম শিক্ষিকা, ভালো-মন্দের প্রেরণা এবং পরিবারে নৈতিকতা গঠনের মূল রূপকার। মা মানেই ধৈর্য, মমতা ও দায়িত্বের অপর নাম।
আমাদের রাসুলুল্লাহ( দ:) বলেছেন” মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত”
লিও টলস্টয় বলেছেন- “জগতের সমস্ত শক্তির উৎস একজন মায়ের হৃদয়।”
এই পৃথিবীতে “সবাই ভালোবাসে, কিন্তু মায়ের ভালোবাসার মতো নিঃস্বার্থ ভালোবাসা আর দ্বিতীয়টি নেই।”
এই মা দিবসে আমাদের উচিত, প্রতিটি মাকে শুধু ভালোবাসা জানানো নয়—তাঁর অবদানকে সম্মান জানানো। যাঁরা আজো তাঁদের মাকে পাশে পেয়েছেন, তাঁরা সৌভাগ্যবান। আর যাঁরা হারিয়েছেন, তাঁদের মায়ের স্মৃতি হয়ে আছে অনন্ত ভালোবাসার আকারে।
একটি ফুল, একটি ফোন কল, অথবা শুধু একটু সময়—এই ছোট ছোট কৃতজ্ঞতাই মায়ের মুখে এনে দিতে পারে অমলিন হাসি। আসুন, আজকের দিনটিতে প্রতিজ্ঞা করি—মায়ের প্রতি আমাদের ভালোবাসা আর শ্রদ্ধা থাকবে প্রতিটি মুহূর্তে, শুধু মা দিবসেই নয়।
Leave a Reply