দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারার সরকারহাটস্থ তৈলারদ্বীপের মাঠে আজিমুশশান এক নূরানী মাহফিল ১০ ফেব্রুয়ারি ২০২৪ (শনিবার) মরহুম শাহ সুফি মাওলানা মোহাম্মদ ইউনুছ সাহেবের শাহ্জাদা মাওলানা মোহাম্মদ মুছা আল-ক্বাদেরীর সভাপতিত্বে ও মুফতী এম. এ. ছগীর আল-ক্বাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মাওলানা এম সোলাইমান কাসেমী বলেন, পিতা-মাতার সন্তুষ্টিই বেহেশতের পাথেয়। মা-বাবার খেদমত উভয় জাহানের সফলতার সোপান। তাদের অসন্তুষ্টি উভয় জাহানের ব্যর্থতা ও পরাজয়ের অনিবার্য কারণ।
উক্ত আজিমুশশান নূরানী মাহফিলে আলোচনা পেশ করেন আলহাজ্ব মাওলানা মুহাম্মদ সেলিম উদ্দিন আনোয়ারী (মাঃ জিঃ আঃ), মুফতি কাজী মুহাম্মদ মনিরুজ্জামান রজবী (মাঃ জিঃ আঃ), আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ইলিয়াছ আনছারী (মাঃ জিঃ আঃ), মাওলানা জাহাঙ্গীর আল কাদেরী, মাওলানা মুহাম্মদ নুরশাহ আলী আল কাদেরী, মাওলানা আবদুর রশীদ, হাফেজ মাওলানা মোহাম্মদ আরিফুল করিম (মাঃ জিঃ আঃ), এইচ. এম. শায়ের মুহাম্মদ নাজিম উদ্দিন আল ক্বাদেরী, হাফেজ ত্বোয়াহা আল কাদেরী, হাফেজ জমির আল কাদেরী প্রমুখ।
পরিশেষে মরহুম মাওলানা মুহাম্মদ ইউনূছ ও মরহুমা রফিকা খাতুনসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।