মোঃ শেখ ফরিদ মিরসরাই।
পিতা নুরুজ্জামানও নুরুজ্জামান এর দ্বিতীয় স্ত্রীকে গ্রেফতার করেছে র্যাব ৭। ঘটনার পর থেকে প্রশাসন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে খুনিের সাথে জড়িতদের গ্রেফতারে তৎপর ছিল, অবশেষে ঘটনার ৫ দিনের মধ্যে সিলেটের দক্ষিন সুরমা এলাকা থেকে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব ৭ এর সদস্যরা।
সম্প্রতি ৯ সেপ্টেম্বর মীরসরাইয়ে বাবার ছুরিকাঘাতে ছেলে নিহত হন। চট্টগ্রামের মীরসরাই উপজেলার আবুতোরাব ঘড়ি মার্কেট এলাকায় বাবার ছুরিকাঘাতে ছেলে নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় শেখ আকনের বাড়িতে এ নির্মম ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পারিবারিক কলহের জেরে বাবা ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই ছেলে মারা যায়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে মীরসরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় এক প্রতিবেশী বলেন, এমন ঘটনা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। বাবা-ছেলের সম্পর্ক যেখানে সবচেয়ে কাছের সেখানে এভাবে প্রাণ হারাতে হলো ছেলেকে। ভীষণ এই মর্মান্তিক ঘটনা ঘটেছে মিরসরাইয়ে।