রতন বড়ুয়া,চট্টগ্রাম
মিরসরাইয়ে লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প গত শনিবার অনুষ্ঠিত হয়। ক্লাব প্রেসিডেন্ট লায়ন ছোটন বড়ুয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫-বি৪’র মাননীয় জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু এমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট ভাইস জেলা গভর্নর লায়ন মোঃ কামরুজ্জামান লিটন এমজেএফ, সাবেক যুগ্ম সচিব পুলক কান্তি বড়ুয়া, ক্লাবের প্রতিষ্ঠাতা ও গভর্নর অ্যাডভাইজার লায়ন আদর্শ কুমার বড়ুয়া পিএমজেএফ, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি, লায়ন্স ইন্টারন্যাশনালের কোয়েস্ট চেয়ারপারসন লায়ন অধ্যাপক ববি বড়ুয়া এমজেএফ, ডিস্ট্রিক্ট জোন চেয়ারপারসন লায়ন স্বরূপ বিকাশ বড়ুয়া বিতান, ডিস্ট্রিক্ট চেয়ারপারসন ও লিও ক্লাব অ্যাডভাইজার লায়ন ধনঞ্জয় বড়ুয়া রুবেল।
জেলা গভর্নর আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, আর্তমানবতার কল্যাণে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সেবাপ্রার্থী রোগীদের চিকিৎসা সেবা প্রদান সত্যিই প্রশংসনীয় একটি উদ্যোগ।মানবিক কাজে সময়ের সাথে দিন দিন সকলের কাছে উদাহরণ সৃষ্টি করে চলেছে লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট।জনস্বাস্থ্য বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে নানা আয়োজনে সারাদিনের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি ক্লাবের সকলকে আন্তরিক অভিবাদন জানান।এর আগে গেস্ট অব অনারের বক্তব্যে ফার্স্ট জেলা গভর্নর লায়ন মোঃ কামরুজ্জামান লিটন এমজেএফ বলেন,প্রগ্রেসিভ ওয়েস্ট’র উদ্যোগে এধরনের আয়োজন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে ব্যাপক ভূমিকা রাখবে।তিনি ক্লাবের প্রেসিডেন্ট সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে এধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
সকাল সাড়ে আটটায় শুরু হওয়া আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন মানবিক কাজের অগ্রদূত, তরুণ যুব আইকন ডিস্ট্রিক্ট চেয়ারপারসন ও লিও ক্লাব অ্যাডভাইজর লায়ন ধনন্জয় বড়ুয়া রুবেল।
আয়োজনের পরিকল্পনা ও সমন্বয়ের প্রধান ভূমিকায় ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি ও লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের কোয়েস্ট চেয়ারপারসন ও ডিস্ট্রিক্ট রিজিয়ন চেয়ারপারসন লায়ন অধ্যাপক ববি বড়ুয়া এমজেএফ। তিনি বলেন, প্রায় সহস্রাধিক নানান বয়সী রোগীর চক্ষু চিকিৎসা,ডায়াবেটিস টেস্ট,ব্লাড গ্রুপিং,মেডিসিন ও নারী স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা সেবা সহ সম্পূর্ণ বিনামূল্যে ঔষধ,চশমা প্রদান এবং ক্লাবের ব্যবস্থাপনায় ১১৪ জন রোগীকে চোখের ছানির অপারেশন উদ্যগো গ্রহণ ক্লাবের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।তিনি মিরসরাইয়ের অধিবাসী,মেডিকেল ক্যাম্পে নিয়োজিত চিকিৎসকগণ,ব্যবস্থাপনা কমিটি,সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষসহ ক্লাবের সকল ডায়নামিক লায়ন মেম্বারদের আন্তরিক ধন্যবাদ জানান।তিনি আশা প্রকাশ করেন-মানবিক কাজে উদাহরণ সৃষ্টির মাধ্যমে বহুপরিসরে সম্পৃক্ত হয়ে একদিন প্রগ্রেসিভ ওয়েস্ট পরিবারের সদস্যরা ডিস্ট্রিক্টের সকলক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে।
ক্লাবের প্রতিষ্ঠাতা ও সিনিয়র গভর্নর অ্যাডভাইজার লায়ন আদর্শ কুমার বড়ুয়া পিএমজেএফ গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন।তিনি বলেন,১৯৯০ সালের ২৩ এপ্রিল আমার হাতে গড়া সংগঠনটি সুনামের সাথে এগিয়ে চলছে দেখে অত্যন্ত ভালো লাগছে।যোগ্য নেতৃত্ব সৃষ্টি,মানবিক কাজে নিরন্তর ছুটে চলার মাধ্যমে দীর্ঘ ৩৬ বছর অতিক্রমে সকলের সর্বতো সহযোগিতার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান এবং উপস্থিত জেলা গভর্নর,ফার্স্ট জেলা গভর্নরসহ আয়োজনে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব পুলক কান্তি বড়ুয়া মিরসরাইয়ের সন্তান হিসেবে সকলের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের মতো অসাধারণ উদ্যোগের প্রশংসা করে স্বাগত বক্তব্যে বলেন,লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র সকল লায়নবৃন্দের সুন্দর মানসিকতার বহিঃপ্রকাশ এ আয়োজন।তিনি বলেন,মানবিক কাজে যুক্ত সকলের মনমানসিকতা সর্বদা উদার, সমাজের উন্নয়নে লায়নিজমের সার্ভিস প্রোগ্রামগুলো গুরুত্বপূর্ণ।অবহেলিত প্রান্তিক মানুষের কল্যাণে এধরনের উদ্যোগের ফলে জনগণ সরাসরি উপকৃত হয়।
লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র এই আয়োজনে দুই শতাধিক চশমা,রোগীদের মধ্যে বিনামূল্যে ঔষধ,নারী স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়,সর্বোপরি ১১৪ জন রোগীর চোখের ছানি অপারেশনের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয় লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র পক্ষ থেকে।
ক্লাব প্রেসিডেন্ট লায়ন ছোটন বড়ুয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪ এর মাননীয় জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু এমজেএফ,ফার্স্ট ভাইস জেলা গভর্নর লায়ন মোঃ কামরুজ্জামান লিটন এমজেএফ, ডিস্ট্রিক্ট জোন চেয়ারপারসন লায়ন স্বরূপ বিকাশ বড়ুয়া বিতান,ডিস্ট্রিক্ট চেয়ারপারসন ও লিও ক্লাব এডভাইজর লায়ন ধনন্জয় বড়ুয়া রুবেল,ক্লাবের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন সুমল বড়ুয়া,ক্লাব সেক্রেটারি লায়ন সুকান্ত বড়ুয়া বিপুল,ক্লাব ট্রেজারার লায়ন ঝুমি বড়ুয়া মুন্না, ক্লাব ডিরেক্টর ফার্স্ট প্রেসিডেন্ট লায়ন রনজিৎ বড়ুয়া রক্তিম,ক্লাব সার্ভিস চেয়ারপারসন লায়ন মাহবুবুল আলম আজাদ,ক্লাব কো-অর্ডিনেটর লায়ন রনি কুমার বড়ুয়া,ক্লাব মেম্বার লায়ন তমাল কান্তি বড়ুয়া,ক্লাব মেম্বার লায়ন রাজশ্রী বড়ুয়া জুঁই,নবাগত ক্নাব মেম্বার লায়ন বেলাল হোসেন,লায়ন সুমিতা বড়ুয়া সুমি এবং লিও ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র সভাপতি সুস্মিতা বড়ুয়া পূর্ণা,ট্রেজারার সুপ্রিয়া বড়ুয়াসহ সদস্যরা।এসময় আহবায়ক কমিটির প্রধান তরুণ বড়ুয়া,দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মোঃ বেলাল উদ্দিন,শিক্ষক রিগ্যান বড়ুয়া,সৈকত বড়ুয়া,সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাব কো-অর্ডিনেটর লায়ন রনি কুমার বড়ুয়া।
সার্বিক সহযোগিতা করেন মিরসরাই গ্রামবাসী,উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক স্বর্ণ কমল বড়ুয়া,সদস্য সচিব প্রভাষক বাবলু বড়ুয়া,দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ প্রমুখ গ্রামবাসী এবং লিও ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র সদস্যরা।
অনুষ্ঠান শেষে অপূর্ব আতিথেয়তায় নানা পদে দুপুরের মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।