মোঃ শেখ ফরিদ মিরসরাই প্রতিনিধি ।
চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ
গিয়াস উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সুত্রে জানা যায় মীরসরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন কারাগারে
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিনকে (৬৫) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার (২৪ মে) দুপুরে চট্টগ্রাম আমলী আদালত এই আদেশ দেন।
এর আগে শুক্রবার (২৩ মে) ভোর ৫টার দিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে মীরসরাই থানায় দায়ের করা নাশকতার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসময় গিয়াস উদ্দিনের সঙ্গে তাঁর স্ত্রী তাহমিনা গিয়াসও উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (মীরসরাই-সীতাকুণ্ড সার্কেল) লাবিব আব্দুল্লাহ জানান, গিয়াস উদ্দিনের বিরুদ্ধে মীরসরাই থানায় ৫টি এবং জোরারগঞ্জ থানায় ২টি নাশকতার মামলা রয়েছে। এসব মামলার প্রেক্ষিতেই আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গিয়াস উদ্দিনের স্ত্রী তাহমিনা গিয়াস জানান, দীর্ঘদিন আমেরিকায় থাকার পর তারা দেশে ফিরছিলেন। বিমান থেকে নামার পরে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে মীরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।