প্রেস বিজ্ঞপ্তি -
দক্ষিণ এশিয়ার বৃহত্তর মানবিক সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মননিত হয়েছেন সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবু নাসের মো: ইলিয়াস। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে ২০২৫-২০২৭ সাল এর নবগঠিত উপদেষ্টা পরিষদে অবসরপ্রাপ্ত জেনারেল ইলিয়াস কে সম্পৃক্তকরণের বিষয়ে সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান ও নেপালের পশ্চিম প্রদেশের গভর্নর মোঃ নজির মিয়া এর নির্দেশনায় চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়।
মেজর জেনারেল আবু নাসের মোঃ ইলিয়াস বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের (NDC) একজন ফ্যাকাল্টি সদস্য এবং সেখানে বিভিন্ন গবেষণা ও প্রকাশনা সম্পৃক্ত ছিলেন।
তিনি সর্বশেষ সেনা সদর দপ্তরে ডিরেক্টর পার্সোনেল সার্ভিসেস (ডিপিএস) হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সমগ্র বাংলাদেশ সেনাবাহিনীর জন্য নীতি নির্ধারণ, অভিযোগ ব্যবস্থাপনা, শৃঙ্খলা, আনুষ্ঠানিক কার্যক্রম, পদক এবং পুরষ্কার পরিচালনায় অ্যাডজুট্যান্ট জেনারেল এবং সেনাপ্রধানকে পরামর্শ দিয়েছেন।
তিনি বর্তমানে উনাইটেড হাসপাতালও ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর পরিচালক।