"মোজাদ্দেদীয়া তরীকা"
- মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব )
তরীকা মানে- পথ করতে হয়
আল্লাহর নামে শপথ।
মানা না মানা নিয়ে আছে
মানুষের কতনা মতামত।
রাসূলের শিক্ষা দিতে দীক্ষা
আউলিয়াদের সে কাজ
সত্য তরীকা গ্রহণ করতে না থাকে
যেন কারও লাজ।
লোভ লালসা হিংসা বিদ্বেষ
দীলে থাকবে যতক্ষণ
ওলী মুর্শিদ আউলিয়াগণের
হবে না প্রিয়জন।
তরীকার ছবক লাভে আছে
আদবের প্রয়োজন
ওলীদের দরবারে থাকতে হয়
অতি সাধারণ।
মোজাদ্দেদীয়া তরীকা গ্রহণে হবে
কল্বে আল্লা'র স্মরণ
লাভ করবে সে আত্মশুদ্ধি
হবে তার ঈমানী মরণ।
মোজাদ্দেদ-ই আলফেসানী (রহঃ)
এ তরীকার মহান প্রবর্তক
তামাম পৃথিবীতে আছে তার
অগণিত সমর্থক।
সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ,মোজাদ্দেদপুর, জালালাবাদ,বায়েজিদ বোস্তামী,চট্টগ্রাম।