"মোহছেন আউলিয়া (রহ:)"
- মোহাম্মদ আব্দুল হাকীম (খাজা হাবীব)
আরব থেকে চলে এলো
শাহ্ মোহছেন আউলিয়া
সত্য ইসলাম প্রচার করতে
পাথরে ভর করিয়া।
মোহছেন আউলিয়া ছিল
আল্লা'র মহান ওলী
ভক্তগণ নিতে আসে তার
পাক চরণের ধূলি।
পালকি বাহকগণ সপ্নে দেখে
মাজার নিলেন বটতলী
নদী ভাঙন থেকে রক্ষা পেল
পবিত্র মাজারখানি।
বার বুজুর্গের শ্রেষ্ঠ একজন
আনোয়ারার বটতলে
ভক্তগণ ছুটে আসে সেখানে
বার্ষিক ওরশ হলে।
হাজার হাজার ভক্ত আসে
তাহার পাক ছায়াতলে
আল্লাহ্ পাকের ইচ্ছায় তাদের
মনেতে শান্তি মিলে।
মানত নিয়ত পূরণ হয়
তারই কদমের ওসিলায়
আল্লাহ্ কবুল করেন বলে
ভক্তদের আশা পুরায়।
আনোয়ারার জঙ্গল ভূমি
হয়ে গেল তীর্থস্থান
তার ওসীলায় পাপী তাপী
হলো কত পূণ্যবান।
সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার,শরীফ,মোজাদ্দেদপুর,জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।