অরুণ নাথ :
চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ২৩ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্হার আয়োজনে, সংগঠনের সদস্যদের সন্তানদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, নতুন কুঁড়ি চট্টগ্রাম থেকে বিজয়ী শিল্পী সংবর্ধনা, প্রবীণ প্রতিষ্ঠাতা সদস্য বাঁশী মোহন দাশ এর সংবর্ধনা, অসাধারণ ঐক্য বাদন অর্কেষ্ট্রশন অবিনশ্বর , রবীন্দ্র নজরুল লালন স্মরণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডঃ অঞ্জন কুমার চৌধুরী, ডঃ অনিমেষ চক্রবর্তী, সংগঠনের সুহৃদ রিয়াজ ওয়াইজ, বিশিষ্ট কন্ঠশিল্পী আব্দুল মান্নান রানা। সংগঠনের সভাপতি হিল্লোল রায়ের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সংকলন বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংস্হার কার্যকরী সদস্য প্রবীর দত্ত সাজু এবং বাচিক শিল্পী মৌসুমী মৌ।আলোচনা অনুষ্ঠানের পর রবীন্দ্র নজরুল লালন স্মরণে সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অনুষ্ঠানে সাউন্ড সিস্টেম ও এল ই ডি স্ক্রিন দিয়ে সহযোগিতা করেন সাউন্ড এভোলুউনস ও এল ই ডি এভোলুশনস এর স্বত্বাধিকারী রায়হান কাদের চৌধুরী। সকল অতিথি, পৃষ্ঠপোষক, মিউজিশিয়ান এবং আমন্ত্রিত সকল শিল্পী, উপস্থিত দর্শকদের সংস্থার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থা সদস্যদের উদ্যোগে অর্কেষ্ট্রা "অবিনশ্বর" পরিচালনা করেন সব্যসাচী রনি,যন্ত্র সঙ্গীতে ছিলেন প্রীতম আচার্য্য, রুপ্লব গুপ্ত,সৃজন রায়,রুবেল বরুড়া,মদন মোহন ঘোষ, শ্যামল দাস,প্রানেশ চক্রবর্তী,নিখিলের বড়ুয়া প্রমুখ।