" যাকাত আদায় করি "
- মুহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)
যাকাত ফরজ ইবাদত
সামর্থ্য যাহার আছে
প্রদানকারী প্রিয় হইবে
আল্লাহ্ তায়ালার কাছে
যখন থাকিবে কারো
সাড়ে বায়ান্ন তোলা রূপা
যাকাত ফরজ তাঁহার
জানে মুসলিম ভ্রাতা।
অথবা থাকিলে কারো
সাড়ে সাত তোলা সোনা
বলিতে পারিবে না সে
আছে তাঁর দেনা।
যাকাত দিতে হইবে
চল্লিশের এক ভাগ
তাহা প্রদান করিতে কেহ
চাহিতে পারিবে না মাফ।
যাকাত পাইবে সদা
আট রকম লোকে
'নিঃস্ব' 'অভাবগ্রস্থ'
আর যাহারা 'ঋণগ্রস্থ' দুঃখে।
যাকাত পাইবে 'আদায়কারী'
আর 'অন্তর অনুরাগীগণ'
'দাস মুক্ত করিতে' 'জিহাদকারী'
আরও পাইবে 'মুসাফিরগণ'।
যাকাত প্রদান করা
ইসলামের 'সেতু'
ধনী-গরিবের ভ্রাতৃ বন্ধন
মুসলিম হেতু।
যাকাত না দিলে কেহ
হইবে অ-বিঃশ্বাসী
কি জবাব দিবে বিধাতার নিকট
হইবে যখন পরকালবাসী!