বিশ্ব রাজনীতির মানচিত্রে ভারত ও পাকিস্তান দুটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র। একসময় একসাথে পথ চলা, পরে বিভক্তি — সেই ইতিহাসের ধারাবাহিকতায় কখনও সম্পর্কের উষ্ণতা, আবার কখনও উত্তেজনা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কতদিন আমরা এই শত্রুতা ও দ্বন্দ্ব বয়ে নিয়ে যাব?
আজ যখন বিশ্বের উন্নত দেশগুলো শান্তি ও সহযোগিতার পথে এগিয়ে যাচ্ছে, তখন আমাদের উচিত নিজেদের অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়া। যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়। যুদ্ধ মানেই মৃত্যু, ধ্বংস, হাহাকার। দুই দেশের সাধারণ মানুষ কখনোই যুদ্ধ চায় না। তারা চায় ভালোবাসা, নিরাপত্তা, উন্নয়ন এবং একটি সুন্দর ভবিষ্যৎ।
ভারত ও পাকিস্তানের মধ্যে নানা সময়ে সংঘাত ও সংঘর্ষ দেখা গেলেও, বারবার প্রমাণিত হয়েছে — শান্তিপূর্ণ আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টাই হতে পারে প্রকৃত সমাধান। যুদ্ধের পরিবর্তে যদি আমরা শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও বাণিজ্যে প্রতিযোগিতা করি, তাহলে দুই দেশই লাভবান হবে।
আমাদের মনে রাখতে হবে — একটি যুদ্ধ মানে শুধু সেনাদের জীবন নয়, তার সঙ্গে ধ্বংস হয় হাজারো পরিবার, শিশুদের স্বপ্ন, মায়ের কোল। তাই, আমরা যারা সাধারণ নাগরিক, আমাদের কণ্ঠে একটাই আহ্বান থাকা উচিত —
যুদ্ধ নয়, শান্তি চাই।
শান্তির পথে এগিয়ে আসুক দুই দেশ। বিদ্বেষ নয়, বন্ধুত্বই হোক ভবিষ্যতের সেতুবন্ধন।