যুবদলের ৪৭তমপ্রতিষ্ঠা বার্ষিকীতে রাউজান উপজেলার ১২নং উরকিরচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় ।
এতে উপস্থিত ছিলেন উরকিরচর ইউনিয়ন বিএনপি নেতা ফরিদ, শাহাবুদ্দিন, জিয়া মঞ্চ রাউজান উপজেলার সভাপতি মাহবুব, ইলিয়াস জাবেদ, লিয়াকত, খোরশেদ, সেলিম, আলমগীর, যুবদল নেতা মাহবুব, ইকবাল, কল্লোল বড়ুয়া, রহমান, আলী,মিয়া , যুবদল নেতা বরকত আলী চৌধুরী, লিয়াকত আলী, হাছান, মামুন, আলম, ওসমান, সরোয়ার, দিদার, সাহেদ, জয়নাল, গিয়াস, রেজাউল করিম বালি, জামাল, মনসুর ওয়াহিদ, সাঈদ, সাইফুউদ্দিন, সাফায়েত প্রমুখ।