‘যেদিন তুমি মরে যাবে’
– মুহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)
যেদিন তুমি মরে যাবে
সঙ্গে নাহি কেহ যাবে
পড়ে রবে ধন-সম্পদ
আপন জনের তরে।
যেদিন তুমি মরে যাবে
আমল নামা সঙ্গে যাবে
ভালমন্দের বিচার হবে
প্রমাণ পাবে আল্লার তরে।
যেদিন তুমি মরে যাবে
ফিরিশতা যাবে তোমার তরে
আমল নামা পূণ্য হলে
নবীর সুপারিশ তুমি পাবে।
যেদিন তুমি মরে যাবে
সু-সন্তান রেখে যাবে
স্মৃতি রাখবে বুক ভরে
ইবাদত করবে আল্লার তরে।
যেদিন তুমি মরে যাবে
কু-সন্তান রেখে গেলে
হবে তারা ভবঘুরে
সম্মান যাবে চিরতরে।
যেদিন তুমি চলে যাবে
আল্লা’র প্রিয় বান্দা হলে
জগতবাসী স্মরণ করবে
সারাজীবন শ্রদ্ধাভরে।
সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ,মোজাদ্দদপুর, জালালাবাদ বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।
Leave a Reply