 
							
							 
                    
চট্টগ্রাম, ৩১ অক্টোবর ২০২৫ (শুক্রবার):
সচেতন সমাজ গঠনের অঙ্গীকারে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম বন্দরনগরীর ৩৭ নং ওয়ার্ড চান্দাঁরপাড়া রহমান আদর্শ শিক্ষালয়ে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ। সমাজে যৌতুক, বাল্যবিবাহ, মাদক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবাধিকার সংগঠক এডভোকেট মুহাম্মদ বরকত উল্লাহ খান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাশ। সভাপতিত্ব করেন রহমান আদর্শ শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এম. এম. রহমান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সচেতন সমাজ গঠনে পরিবারই হলো প্রথম পাঠশালা। সন্তানদের মধ্যে মানবিক মূল্যবোধ ও নৈতিকতার চর্চা গড়ে তুলতে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যৌতুক, বাল্যবিবাহ ও মাদক শুধু ব্যক্তিকে নয়, পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই এসব সামাজিক ব্যাধি থেকে মুক্ত থাকতে হলে শিক্ষার পাশাপাশি সচেতনতারও বিকল্প নেই।”
প্রধান আলোচক মোহাম্মদ আলী বলেন, “নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কেবল আইন নয়, প্রয়োজন সামাজিক জাগরণ। প্রত্যেক শিক্ষার্থী যেন নিজেকে ও অন্যকে সঠিকভাবে জানে, অন্যায়ের প্রতিবাদ করতে শেখে—এটাই আমাদের লক্ষ্য। নারী ও শিশুর অধিকার রক্ষায় সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে।”
বিশেষ অতিথি উৎপল কুমার দাশ তাঁর বক্তব্যে বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশনেতা। তাদেরকে সঠিক শিক্ষা, শৃঙ্খলা ও মূল্যবোধের পথে পরিচালিত করলেই একটি মানবিক ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।”
সভাপতির বক্তব্যে এম. এম. রহমান বলেন, “বিদ্যালয় শুধু জ্ঞানার্জনের কেন্দ্র নয়, এটি মানবিকতা ও নৈতিকতার শিক্ষালয়ও বটে। অভিভাবক ও শিক্ষকদের যৌথ প্রচেষ্টায় শিক্ষার্থীদের সৎ, দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেনারেল ওয়েলফেয়ার ইয়ুথ ক্লাব এর সভাপতি মঞ্জুর আহম্মদ, বিশিষ্ট সমাজ সেবক হাজ্বী মোহাম্মদ মাইনউদ্দিন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি জনাব সাইদুল আলম সহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা নারী ও শিশুদের নিরাপত্তা, মানবাধিকার ও শিক্ষার প্রসারে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Leave a Reply