এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।
চট্টগ্রামের রাউজানে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারসহ অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
মঙ্গলবার (২৯জুলাই)২৫ খ্রিঃ বিকেল ৪ঃ৩০ মিনিটের সময় উপজেলার গহিরা সত্তারঘাট এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের ওপর এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহতদের অনুসারীদের অভিযোগ, বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। সত্তারঘাট ব্রিজের পাশে গোলাগুলির পাশাপাশি ইটপাটকেল নিক্ষেপ, গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। হামলায় গোলাম আকবর খোন্দকারের গাড়ি ভাঙচুর করা হয় এবং তিনি গুলিবিদ্ধ হন বলে দাবি করা হয়েছে। এতে তার অনুসারী আরও অনেকে আহত হয়েছেন।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারীরা তিনটি গাড়ি পুড়িয়ে দেয় এবং প্রায় ১৫টি মোটরসাইকেল লুটপাট করে বলে অভিযোগ উঠেছে। গোলাম আকবর খন্দকারের ব্যক্তিগত সহকারী অর্জুন কুমার নাথ জানান, বিএনপির সাবেক উপজেলা সভাপতি মহিউদ্দিন আহমদের কবর জেয়ারতের উদ্দেশ্যে চট্টগ্রাম শহর থেকে রাউজান যাচ্ছিলেন তারা। পথে সত্তারঘাট এলাকায় প্রতিপক্ষ তাদের গাড়িবহরে হামলা চালায়।
সংঘর্ষে উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুরো রাউজান উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে।
উল্লেখ্য, রাউজানে গত ৫ আগস্টের পর থেকে বিএনপির দুই পক্ষ- গোলাম আকবর খোন্দকার ও গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। গেল এক বছরে এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।
এই ঘটনার পর দুই পক্ষই একে অপরকে দায়ী করে বিবৃতি দিচ্ছে এবং রাউজানের রাজনৈতিক পরিবেশ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।
Leave a Reply