নিউজ ডেস্ক :
নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাউজান নোয়াজিষপুরে সৈয়দ ফাজু ফকির শাহ্ (রহঃ) পবিত্র বার্ষিক ওরশ শরীফ উদযাপন উপলক্ষে শাহেন শাহে মদিনা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) বাদে মাগরিব হইতে অনুষ্ঠিত হয়। এতে ওরশ উপলক্ষে আয়োজিত মাহফিলে উদ্বোধক ছিলেন হাটহাজারী আনোয়ারুল উলুম নোমানিয়া ফাজিল মাদ্রাসার আরবি মুদাররিস মাওলানা ক্বারী ইসমাইল উদ্দীন আল কাদেরী।
এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আজিজিয়া হাশেমিয়া নূরানী মাদ্রাসার সুপার হাফেজক্বারী মাওলানা আবুন নূর হাসান বিন নূরী। নদীমপুর নকবুলিয়া দরবার শরীফের নায়েব-এ শাহজাদা মাওলানা রফিকুল করিম (মা:জি:আ:) এর সভাপতিত্বে ও জাহেদ হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ওরশ পরিচালনা কমিটির উপদেষ্টা দোস্ত মোঃ মেম্বার, মুজিবুল হক, সামসু মিয়া, তাজ মোহাম্মদ, এ কে খান, লোকমান, নুর ইসলাম প্রমূখ।
উক্ত ওরশ মাহফিল কর্মসূচির মধ্যে ছিল খতমে কুরআন, পুষ্পমাল্য অর্পণ, মিলাদ মাহফিল, কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। পরে আগত আশেক ভক্তদের মাঝে তাবরুক বিতরণ করা হয়। উক্ত ওরশ মাহফিলে প্রবাসী ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়।