নিউজ ডেস্ক :
রাউজান পশ্চিম নোয়াজিষপুর ও দক্ষিণ নদীমপুর সমাজ কল্যাণ পরিষদ এর উদ্দ্যোগে ১৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বাদে মাগরিব হইতে বায়তুল করম জামে মসজিদ সংলগ্ন ফজল হক সওদাগর বাসভবনস্হ ময়দানে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী তাজ মোহাম্মদ মিয়ার সভাপতিত্বে উক্ত মাহফিল উদ্বোধন করেন হাটহাজারী আনোয়ারুল উলুম নোমানিয়া ফাজিল মাদ্রাসার আরবি মুদাররিস হযরতুলহাজ্ব আল্লামা মো: ইসমাইল উদ্দীন আল কাদেরী (ম:)।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চন্দনাইশ সাতবাড়িয়া শাহ্ আমানত (রা:) দাখিল মাদ্রাসার আরবি মুদাররিস মৌলানা মুহাম্মদ রবিউল হাসান দায়েমী (ম:)।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নোয়াজিষপুর মঈনীয়া আজিজিয়া মাদ্রাসার আরবি মুদাররিস মাওলানা মুহাম্মদ তরিকুল ইসলাম মাইজভান্ডারী (ম:)।
বক্তারা বলেন, রাসুলুল্লাহ (দ.)’র প্রতি প্রেম ভালোবাসাই হলো ঈমানের মূল স্তম্ভ। তাঁর আদর্শ ও শিক্ষা অনুসরণ ও অনুকরণের মাধ্যমেই আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করা সম্ভব। এর মাঝেই রয়েছে দুনিয়া ও আখেরাতে সাফল্য ও কল্যাণ।
হাফেজ মাওলানা আব্দুর রহিম এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন নদীমপুর নকবুলিয়া দরবার শরীফের শাহজাদা মাওলানা রফিকুল করিম, ইন্সপেক্টর তাজ মোহাম্মদ, সার্জেন মোহাম্মদ আবু মুসা, হাফেজ মো: ইমতিয়াজ, মোঃ ইদ্রিস, মনজুরুল ইসলাম ভান্ডারী, শেখ মাহাবুব, আবুল কালাম, মো: জাহেদ হোসেন, ফয়সাল, নূর মোহাম্মদ ভান্ডারী, মোঃ ফরিদ, মো: আজিজ মিয়া, দোস্ত মো: মেম্বার, মো: সেলিম, মো: আজম, মো: জাহাঙ্গীর, আলী আকবর, আমির হোসেন, মোঃ আশিক, মো: সালাউদ্দিন প্রমুখ।
উক্ত মাহফিল প্রবাসী ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়। পরিশেষে মিলাদ, কিয়াম ও দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। পরে আগত মেহমানদের মাঝে তাবরুক বিতরণ করা হয়।