লাইলাতুল মি’রাজ
-মুহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)
মি’রাজে আল্লা’র দীদার নবী (সা:) লাভ করেন
‘লা-ইলাহা ইল্লাল্লাহ্’ তিনি প্রচার করেন।
রাতের বেলা উর্ধ্বগমণ কা’বা চত্বর থেকে
বোরাক নামের বাহনে পৌঁছেন মাসজিদুল আক্বসাতে।
বক্ষ বিদীর্ণ করলেন নবীর রবে জিব্রাঈল
জম জম কূপের পানিতে তাঁর পবিত্র শরীর
মদীনায় গিয়ে বোরাক অবতরণ করলো যখন
নফল নামায নবী (স:) আদায় করলেন তখন।
ভ্রমণ পথে মাদায়েন ও বেথেলহামে যান
নফল নামায আদায় শেষে আক্বসাতে পৌঁছান।
ইমামতি করলেন তিনি আম্বিয়াদের সাথে
সমবেত ছিলেন সবে মাসজিদুল আক্বসাতে
সে রাত্রে সপ্তাসমান নবী (স:) করলেন ভ্রমণ
সাত জন নবী (আ:) তাঁকে করে সাদরে বরণ।
প্রথম আসমানে আদম (আ:) দ্বিতীয়তে ঈসা (আ:)
তৃতীয় আসমানে ইউসুফ (আ:) ষষ্ঠতে মূসা (আ:)।
চতুর্থ আসমানে ইদ্রিস (আ:) পঞ্চমে হারুন (আ:)
সপ্তম আসমানে ইব্রাহিম (আ:) সিদরাতুল মুন্তাহা দারুণ!
সিদরাতুল মুন্তাহায় আছে আল্লা’র চারটি নহর
দুইটি গেছে জান্নাতে আর দুইটি দুনিয়ার উপর।
একটি নহর নীল নদে আর একটি ফুরাতে
সীহান ও জীহান গেছে সুদূর মহা জান্নাতে।
কা’বার বরাবর উপর আছে বায়তুল মামুর
ফিরিশ্তাদের কা’বা তা হলো জান্নাতি নূর।
গোসল করলেন নবী( সা:) ‘সালসাবিল’ নহরে
যাহের বাতেন সব জ্ঞান আল্লাহ্ দিলেন তাঁরে।
নামাযে করলেন মূসা (আ:)-এঁর ওয়াদা পালন
জাহান্নামের আযাব সেথা করলেন অবলোকন।
মি’রাজে পেলেন নবী (সা:) মাওলার দীদার
মু’মিনদের দীদার হবে সালাতে খোদার।
পঞ্চাশ ওয়াক্ত নামায ফরজ হয়েছিল বান্দার
পাঁচ ওয়াক্ত নিশ্চিত হলো অনুরোধে মূসার।
পাঁচ ওয়াক্ত ফরজ নামায আনলেন মুসলিম তরে
নামাযের উসিলায় উম্মত মুক্তি পাবে পরপারে।
সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ মোজাদ্দে পুর,জালালাবাদ,
বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।
Leave a Reply