লায়ন্স ক্লাব ন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি ৪, বাংলাদেশ-এর অন্যতম সক্রিয় ও উজ্জ্বল শাখা লায়ন্স ক্লাব ইউনাইটেড স্টার ক্লাব-এর ক্লাব ডিরেক্টর হিসেবে মনোনীত হয়েছেন সুপরিচিত সমাজসেবক, মানবাধিকার কর্মী এবং ক্লাবের নিবেদিত প্রাণ লায়ন ফরহাদুল হাসান মোস্তফা। তাঁর এই গৌরবময় পদোন্নয়ন ক্লাবের সদস্যদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।
দীর্ঘদিন ধরে লায়ন্স ক্লাবের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে যুক্ত থেকে লায়ন ফরহাদুল হাসান মোস্তফা তাঁর অসামান্য দক্ষতা, সুদূরপ্রসারী নেতৃত্ব এবং সাংগঠনিক ক্ষমতার পরিচয় দিয়েছেন।
ক্লাবের মূল নীতি 'সেবা'-এর প্রতি তাঁর গভীর অঙ্গীকার ও নিষ্ঠা তাঁকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে আসীন করেছে।
এই নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে লায়ন ফরহাদুল হাসান মোস্তফা ক্লাবের কার্যক্রমগুলোতে আরও গতি সঞ্চার করবেন বলে আশা করা হচ্ছে। বিশেষত, সমাজের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে লায়ন্স ক্লাবের মানবকল্যাণমূলক সেবা পৌঁছে দেওয়াই হবে তাঁর মূল লক্ষ্য।
ক্লাব ডিরেক্টর হিসেবে তিনি ক্লাবের প্রশাসনিক কাঠামো, গুরুত্বপূর্ণ প্রকল্প পরিকল্পনা এবং সেবামূলক উদ্যোগগুলোর সফল বাস্তবায়নে নেতৃত্ব দেবেন।
লায়ন্স ক্লাব ইউনাইটেড স্টার ক্লাব-এর পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে লায়ন ফরহাদুল হাসান মোস্তফা-কে অভিনন্দন জানিয়েছে এবং দৃঢ় আশা প্রকাশ করেছে যে তাঁর দূরদর্শী নেতৃত্বে ক্লাবটি সেবার মান ও পরিধি বৃদ্ধিতে নতুন মাইলফলক অর্জন করবে।
তাঁর এই নতুন যাত্রায় লায়ন ফরহাদুল হাসান মোস্তফা ক্লাবের সকল সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেছেন, যাতে সম্মিলিত প্রচেষ্টায় সেবার লক্ষ্য পূর্ণ হয়।