মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার
চন্দনাইশ-সাতকানিয়া সীমান্তের দোহাজারী পশ্চিম কাটগড় অংশে শঙ্খনদীর পাড়ে অজ্ঞাতনামা অর্ধগলিত একটি লাশ ভেসে এসেছে।
আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে শঙ্খনদীর পাড়ে লাশটি আটকে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধারে কাজ শুরু করেছে।
স্থানীয়ভাবে জানা যায়, ভোরে শঙ্খনদীতে চলাচলত নৌকার মাঝি নদীর পাড়ে লাশটি আটকে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা দোহাজারী পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। অজ্ঞাত পরিচয় লাশটির আনুমানিক বয়স হবে ৩৫।
লাশের পরনে ফুটবল ক্লাব ম্যানসেন্টার সিটির একটি জার্সি ও পরণে ছিল বাদামী কালারের পুল প্যান্ট। ধারণা করা হচ্ছে নদীতে জোয়ার ভাটার সময় লাশটি ভেসে এসেছে।