নিজস্ব প্রতিবেদক :
দক্ষিণ চট্টগ্রামের শান্তিরহাটে আসন্ন পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে সর্বস্তরের জনগণের মনোনীত ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মোজাম্মেল হোসেন রাজধন'র টিয়া পাখি প্রতীকের অফিস উদ্বোধন করা হয়।
১৭ মে ২০২৪ ( শুক্রবার ) বিকালে অফিস উদ্বোধনকালে উপস্থিত ছিলেন টিয়া পাখি প্রতীকের ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মোজাম্মেল হোসেন রাজধন, মোহাম্মদ ছত্তার মেম্বার,মোঃ ইয়াকুব, মোঃ আইয়ূব, আব্দুল করিম, মোঃ নূরুন নবী, আবুল হাসেম, মোঃ আবু সোলাইমান, নুর হোসেন, হোসেন নুর চৌধুরী, আলী নুর চৌধুরী, মোঃ নূর সাগর, মেহেদী হাছান বকুল, মোঃ রুবেল, মোহাম্মদ মামুন, মোহাম্মদ তারেক , মোহাম্মদ সোলাইমান, মোহাম্মদ বরিউল মানিক, দিদারুল ইসলাম টিটু, মোঃ শাকিল প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা, টিয়া পাখি প্রতীকের ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মোজাম্মেল হোসেন রাজধন-কে ভাইস-চেয়ারম্যান পদে বিজয়ী করে জনগণের খেদমত করার সুযোগ দেয়ার আহ্বান জানান। পরিশেষে ফিতা কেটে অফিস উদ্বোধন করা হয়।