আরব আমিরাত প্রতিনিধি
শোকের ছায়া নেমে এসেছে শারজাহ রাজপরিবারে। শেখ সালমান বিন খলিদ বিন মোহাম্মেদ আল কাসিমি, রাজপরিবারের একজন গুণী, সম্মানিত ও জনপ্রিয় সদস্য, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ইন্তেকাল করেছেন।
তিনি ছিলেন শারজাহর সমাজ উন্নয়ন ও মানবিক সহানুভূতির এক উজ্জ্বল প্রতীক। জীবদ্দশায় সমাজসেবা,জনকল্যাণমূলক কার্যক্রম এবং রাজপরিবারের প্রতিনিধি হিসেবে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।আজ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল ১০টায় শারজাহর ঐতিহাসিক কিং ফয়সাল মসজিদে। এরপর মরহুমকে দাফন করা হবে আল জুবাইল কবরস্থানে।
শারজাহ সরকার মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
শোক প্রকাশের জন্য রাজপরিবারের পক্ষ থেকে Al Ramla এলাকায় অবস্থিত শেখ ফয়সাল বিন খালেদ বিন মোহাম্মদ আল কাসিম-এর মজলিসে সাধারণ জনগণের সাক্ষাতের সুযোগ রাখা হয়েছে।