শিক্ষক
- মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)
শিক্ষাদাতা জ্ঞানদাতা পরামর্শদাতা যিনি
শ্রদ্ধা আর ভালোবাসায় মহা সম্মানী তিনি।
ফুলবাগান ফলবাগান করি যেমন যতনে
শিক্ষক শিক্ষার্থীদের পরিণত করে রতনে।
আদর্শ শিক্ষক সদায় শিক্ষার্থী গড়ার কারিগর
নিরলস পরিশ্রম করে জ্ঞান দেয় জীবনভর।
যদিও ধন জ্ঞান আর সম্মানে হই বড়জন,
শিক্ষকদের মর্যাদা দিব সবে সারাটা জীবন।
জন্মদাতা পিতামাতা মোদের দীলের আসন
শিক্ষা জীবনে মেনে নিব শিক্ষকের বারণ শাসন।
'হাতে খড়ি' পাঠদান শিক্ষা যাহার হাতে শুরু
স্মরণ করি তিনি মোদের প্রথম শিক্ষা গুরু।
সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ,বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।