নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSFI) প্রকল্পের আওতায় ৩৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিবিজিএসআই প্রকল্পের ডেপুটি প্রোগ্রামার ও কো-অর্ডিনেটর (প্রশাসন-অর্থ-ক্রয়) প্রফেসর খন্দকার মিজানুর রহমান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,
“ভাই-বোনেরা, প্রত্যেকে যেন শিক্ষার মাধ্যমে নিজের কর্মের মধ্যে একটা গল্প তৈরি করে—যেটা সবার মাঝে স্মরণীয় হয়ে থাকে। ডিজিটাল মাধ্যমে সময় নষ্ট করে শুধু অন্যেরটা দেখে থাকলে হবে না, বরং নিজের চেষ্টা ও সৃজনশীলতায় কিছু তৈরি করতে হবে। তাহলেই সত্যিকার অর্থে এগিয়ে যাওয়া সম্ভব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ এবং সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার সঞ্চিতা পালিত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এস এম মোদ্দাচ্ছের, অধ্যক্ষ মাওলানা মো. শোয়াইব রেজা, প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া, শিক্ষক পেয়ার মোহাম্মদ, অভিভাবক প্রতিনিধি আলী আকবর ও শিক্ষার্থী নাদিয়া খানম।
২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৩ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র ও আর্থিক অনুদান প্রদান করা হয়।
Leave a Reply