এম,আনিসুর রহমান:
৩১ হাজার টাকার জাল নোট নিয়ে চট্টগ্রাম নগরে আসার পথে পুলিশের হাতে আটক হয়েছেন তিনজন। এদের মধ্যে একজন উপজেলা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক, তবে তারা সম্পর্কে ভাই-বোন। জাল টাকাসহ ধরা পড়া মোদাচ্ছির ইসলামী ছাত্রশিবির উখিয়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। শনিবার (৩ মে) বিকাল সাড়ে ৪টায় লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের চুনতি বনবিটের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটক তিনজন হলেন— কক্সবাজার জেলার উখিয়া থানার নলবুনিয়া পাড়ার পাতা বাড়ির মৃত শওকত আলীর ছেলে মোহাম্মদ মোদাচ্ছির (২৫) তার ছোট বোন খাদিজা (১৭) এবং তার খালাতো বোন কক্সবাজারের উখিয়া থানার বালুখালী ক্যাম্পের (নং-১২, ব্লক এইচ-১৩, মাঝি আনোয়ার) ছলিম উল্লাহ মেয়ে হালিমা আক্তার (১৮) এদের মধ্যে মোদাচ্ছির ইসলামী ছাত্রশিবির উখিয়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। গত বছরের ডিসেম্বর থেকে তিনি আর দায়িত্বে নেই বলে জানা গেছে। গ্রেপ্তার মোদাচ্ছের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চুনতি ইউনিয়নের চুনতি বনবিটের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ভাই-বোনসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছে ৫০০ টাকার নোট ৩৬ পিস ও ১ হাজার টাকার নোট ১৩ পিসসহ মোট ৩১ হাজার জাল টাকার নোট উদ্ধার করা হয়। ওসি জানান প্রথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত জাল টাকার নোটগুলো উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে সংগ্রহ করে বিক্রির জন্য চট্টগ্রাম নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেছেন আসামিরা। রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।