প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৫, ৭:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২১, ১০:৫৯ এ.এম
শীতের আগমনী বার্তা -কনক কুমার প্রামানিক
শীতের আগমনী বার্তা
কনক কুমার প্রামানিক
দূর্বা দলে জমেছে শিশির দেখি সকাল সাঁঝে,
কমে গেছে রোদের বাহার শীত করে মাঝে মাঝে।
অলস আজ হয়েছে বড় পুব আকাশের রবি,
মাঠ ভর্তি রবিশস্যে দেখি গ্রাম বাংলার ছবি।
কাশ বনে আজ মলিনতা শান্ত নদীর জল
কুয়াশায় ভরা প্রকৃতিতে শিশির টলমল।
শীতের দিনে রোদ পোহাতে অনেক মজা হয়
ক্ষণে ক্ষণে বাড়ে বেলা তবুও স্নানে ভয়।
সকাল বেলা মধুর ঘুমে আলসেমি যে বাড়ে
মনোমুগ্ধ শীতের শোভা মন যে সবার কাড়ে।
কনক কুমার প্রামানিক
সহকারি শিক্ষক
ভীমপুর উচ্চ বালিকা বিদ্যালয়
নওগাঁ সদর, নওগাঁ।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও প্রকাশিত কপিরাইটঃ দৈনিক চট্টগ্রামের খবর ২০২০, সর্বস্বত্ত স্বত্তাধিকার সংরক্ষিত