চট্টগ্রাম মহানগর প্রতিনিধি- মো. আবদুল আলী
অদ্য ২০ জানুয়ারী ২০২৬ ইং রোজ মঙ্গলবার রাত ৯টায় চট্টগ্রাম মহানগর অফিস জামালখানে শ্রমিক কল্যাণ ফেডারেশন জামালখান ওয়ার্ডের বার্ষিক পরিকল্পনা ২০২৬ অরিয়েন্টেশন পোগ্রাম অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক ও কোতোয়ালী থানা সভাপতি মুহাম্মদ হামিদুল ইসলাম বলেছেন, শ্রমিকদের ওপর শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানোর প্রকৃত অর্থ হলো তাদের ন্যায্য শ্রম অধিকার নিশ্চিত করা, কল্যাণমূলক ব্যবস্থা গ্রহণ করা এবং নিয়মিত সেবার মাধ্যমে পাশে থাকা।
তিনি বলেন, শ্রমিকরা কেবল সহানুভূতি নয়—ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা চায়। ইসলামে শ্রমের মর্যাদা অত্যন্ত উচ্চ, অথচ আজও শ্রমিকরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত। তিনি আজ জামালখান ওয়ার্ডের এক ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মুহাম্মদ হামিদুল ইসলাম আরও বলেন, “শ্রমিকদের ঘামেই দেশ ও জাতি এগিয়ে চলে। কিন্তু দুঃখজনকভাবে আজও তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। শ্রমিকদের পাশে দাঁড়াতে হলে লোক দেখানো কর্মসূচি নয়—অধিকার, কল্যাণ ও সেবাভিত্তিক টেকসই উদ্যোগ গ্রহণ করতে হবে। আমরা দয়ার রাজনীতিতে নয়, অধিকারের রাজনীতিতে বিশ্বাস করি।”
ওয়ার্ড সভাপতি মুহাম্মদ রহমত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোতোয়ালী থানা সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম রেজা। তিনি বলেন, শ্রমিকদের জন্য স্বাস্থ্যসেবা, দুর্ঘটনা বিমা, সময়মতো বেতন প্রদান এবং নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও রাজনৈতিক সংগঠনগুলোর নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানে ওয়ার্ডের অর্থ সম্পাদক মুহাম্মদ রায়হান বার্ষিক পরিকল্পনা উপস্থাপন করেন। এছাড়াও বক্তব্য রাখেন ওয়ার্ড সহ-সভাপতি মুহাম্মদ রিপন।
এসময় উপস্থিত ছিলেন মো. হারুন, মো. নুরুল ইসলাম, মো. রফিক, মো. কফিল উদ্দিন, মো. আব্দুল রহমান, মো. আল আমিন, মো. তৌহিদুল ইসলাম, মো. সেলিম, মো. মিনহাজ, মো. ফাহিম ফয়সাল ও মো. সাইদুর রহমান প্রমুখ।